তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে আজও পালটে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি ও ও..
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি। ঐ
তুমি শান্ত, তবুওকি চেঁয়েছি মন ভাংতো? ভোর হবে ঠিকই রাত জানতো,যতটুকু জড়িয়ে থাকা যায়। ও ও ও...
তুমি হাসলে, নাকি ফের পেছন থেকে ডাকলে, বরারবর দোটানাতে থাকলে,কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরেই থেকো আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি। হুম... ঐ ৩ বার